এসআইআর হেয়ারিংয়ে মানবিক সংকট: অন্ধ ছেলে ভ্যান চালিয়ে বৃদ্ধা মাকে নিয়ে হাজির বিডিও অফিসে।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা :- মা বৃদ্ধা, ছেলে অন্ধ, এস আই আর হেয়ারিংয়ে ডাক পড়েছে দুজনের। অন্ধ পরিস্থিতিতে ভ্যান চালিয়ে মাকে বিডিও অফিসে নিয়ে আসলেন অন্ধ ছেলে পানু চৌধুরী। এমনই চিত্র ধরা পরল নদিয়ার হাঁসখালীর বিডিও অফিসে। আগামীতে যদি ভোটার লিস্টে নাম না উঠে তাহলে কি হবে, এই নিয়ে দুশ্চিন্তায় এই পরিবার। নদিয়ার বগুলা হাঁসখালীর মিলন নগর ২ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা পানু চৌধুরীর একমাত্র রোজগারের সম্বল ভ্যান রিক্সা, দু চোখ অন্ধ অবস্থায় ভ্যান চালিয়ে কোনরকম সংসার চালান, কিন্তু এস আই আর প্রক্রিয়ার মধ্যে দিয়ে হঠাৎ তার বাড়িতে সমান পাঠায় নির্বাচন কমিশন। মঙ্গলবার হেয়ারিংয়ে ডাক পড়ায় চোখে মুখে আতঙ্কের ছাপ বৃদ্ধা মা সুরধ্বনি চৌধুরী ও অন্ধ সন্তান পানু চৌধুরীর। স্বাভাবিকভাবেই এস আই আর এর শুনানিতে অন্ধ ছেলে ও বৃদ্ধা মায়ের এই দৃশ্য হয়ে দাঁড়ালো সমস্যার আরো এক নজিরবিহীন ঘটনা। উল্লেখ্য,, গোটা রাজ্যে এসআইয়ার নিয়ে চলে রাজনৈতিক ডামাডোল। তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের সবটাই উদ্দেশ্য প্রণোদিত। বিজেপির দাবি, এস আই আর মানে এই নয় যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। তবে বর্তমান পরিস্থিতিতে এস আই আর হেয়ারিং সাধারণ মানুষের কাছে এক অন্যতম আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার, আগামী বিধানসভা নির্বাচনে, মানুষের রাই কোন দিকে ঘোরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *