হাসি-আড্ডা থেকে শোক—দ্বারকেশ্বরে তলিয়ে গেল ২২ বছরের সৌরভ।
হুগলি, নিজস্ব সংবাদদাতা :- হাসি-আড্ডার মাঝেই মুহূর্তে বদলে গেল সবকিছু… হুগলি জেলা গতকাল দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে আর আর ফিরে আসেনি আরামবাগের এক তরুণ প্রাণ।
নিখোঁজ যুবকের নাম সৌরভ চোঙ্গদার। বয়স মাত্র ২২ বছর।
জীবনের শুরুতেই যেন থমকে গেল তাঁর সব স্বপ্ন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় হঠাৎই নদীর স্রোতে তলিয়ে যান সৌরভ।
চোখের সামনে ঘটে যাওয়া সেই মুহূর্ত আজও তাড়া করে বেড়াচ্ছে এলাকার মানুষকে।
খবর পেয়ে ছুটে আসে পুলিশ, শুরু হয় তল্লাশি।
আজ সকাল থেকেই ডুবুরি নামিয়ে চলছে প্রাণপণ চেষ্টা—
যদি আর একবার ছেলেটাকে ফিরে পাওয়া যায়…
নদীর পাড়ে ভিড়, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।
প্রতিটি মিনিট যেন ভারী হয়ে উঠছে অপেক্ষার ভারে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সৌরভ চোঙ্গদারের কোনও সন্ধান মেলেনি।
তল্লাশি অভিযান চলছে।

