পতাকা উত্তোলন ও মিষ্টি বিতরণে বালুরঘাটে এসএফআই-এর প্রতিষ্ঠা দিবস উদযাপন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ণ মর্যাদায় বালুরঘাটে পালিত হল এসএফআই-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস। সারাদেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরেও পূর্ণ মর্যাদায় পালিত হল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার সকালে বালুরঘাটে এসএফআই-এর জেলা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর সংগঠনের পক্ষ থেকে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকাল এসএফআই-এর সম্পাদক অমল দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। কর্মসূচি প্রসঙ্গে অমল দাস জানান, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে পতাকা উত্তোলনের পাশাপাশি সংগঠনের ইতিহাস ও আদর্শ নিয়ে উপস্থিত সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও প্রতিষ্ঠা দিবসের আনন্দ ভাগ করে নিতে মিষ্টি বিতরণ করা হয়।
তিনি আরও জানান, চলতি বছরে সংগঠিত ছাত্র আন্দোলনের ৯০তম বর্ষে পদার্পণ হয়েছে এবং সেই সঙ্গে এসএফআই-এর ৫৬তম বর্ষ পূর্তি চলছে। এই উপলক্ষে সারাদিনব্যাপী সংগঠনের নেতৃত্বরা সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। ছাত্র আন্দোলন সম্পর্কে তাঁদের ভাবনা ও মতামত জানার পাশাপাশি এসএফআই-এর আদর্শ ও ভূমিকা তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান তিনি।

