উদয়পুর সৈকতে পুলিশের হানা, ৯৩০ বোতল বিয়ার ও ৩২৪ বোতল বিদেশি মদ সহ গ্রেপ্তার দুই।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকালে দিঘা থানার পুলিশ কর্তৃক দিঘা থানার অন্তর্গত উদয়পুর সৈকত এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয় এবং দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তরা ৩১শে ডিসেম্বর ও ১লা জানুয়ারি নববর্ষ উপলক্ষে অবৈধ বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত মদ মজুত করে রেখেছিল। অভিযানে মোট আনুমানিক ৯৩০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং ৩২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে অভিযুক্তদের থানায় আনা হয় এবং দিঘা থানা মামলা নং ৫৭/২৫, তারিখ ৩০.১২.২০২৫, বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট-এর ধারা ৪৬A(C) অনুযায়ী রুজু করা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযুক্তদের বিবরণ:

১) হরেকৃষ্ণ বেরা (বয়স ৩০ বছর)
পিতা – শ্রী শিশির কুমার বেরা
নিবাসী – গামভারিয়া

২) প্রদীপ পট্টনায়ক (বয়স ৪২ বছর)
পিতা – শ্রী অজয় পট্টনায়ক
নিবাসী – সাহাবাজিপুর

উভয় অভিযুক্তই থানা – তালসারি মেরিন কোস্টাল, জেলা – বালেশ্বর, রাজ্য – ওডিশা এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *