ডুয়ার্সে শীতের দাপট বাড়ল, ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া এলাকা।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল গোটা ডুয়ার্স। বৃহস্পতিবার সকাল থেকে ডুয়ার্সের একাধিক এলাকায় জাঁকিয়ে পড়েছে শীত। ভোর থেকেই ঘন কুয়াশার দাপটে সর্বত্র দৃশ্যমানতা কমে যায়। তাপমাত্রার পারদ ক্রমশ নামতে থাকায় শীতের অনুভূতি আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিন রাজ্য সড়ক থেকে জাতীয় সড়ক সব জায়গাতেই দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে ও ধীরগতিতে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। ঘন কুয়াশা ও শীতের দাপটে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

