লোকালয়ে বুনো হাতির তাণ্ডব, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু যুথিকা বর্মনের।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ধুলাগাঁওয়ে মর্মান্তিক হাতির হানায় প্রাণ গেল এক মহিলার। নিহতের নাম যুথিকা বর্মন (৫৬)। গতকাল আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকাজুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার যুথিকা বর্মন বাড়ির কাছাকাছি কাজে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই একটি বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ে এবং তাঁকে আক্রমণ করে। হাতির হানায় তিনি গুরুতরভাবে জখম হন। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। ঘটনার পর পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বীরপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র রেফার করেন। এরপর তাঁকে দ্রুত শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়।তবে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা নাগাদ যুথিকা বর্মনের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার পরিজনের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবার কার্যত ভেঙে পড়েছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধুলাগাঁও সহ পার্শ্ববর্তী এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি ওই এলাকায় বুনো হাতির চলাচল বেড়ে যাওয়ায় বারবার আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাঁদের দাবি, বন দফতর যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে লোকালয়ে হাতির অনুপ্রবেশ বন্ধ করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক।

