মাসিক ১৫ হাজার টাকা বেতনের দাবিতে কৃষ্ণগঞ্জে আশা কর্মীদের কর্মবিরতি ও বিক্ষোভ।
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাসিক বেতন সহ মোট আট দফা দাবিতে কর্মবিরতি রেখে বিক্ষোভে নামলেন আশা কর্মীরা। বুধবার নদীয়ার কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। হাসপাতালের বিএমওএইচ কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেন কর্মরত আশা কর্মীরা।
আন্দোলনকারীদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন, সমস্ত সরকারি ভাতা প্রদান, দীর্ঘদিনের বকেয়া পরিশোধ এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারের জন্য যে মাসিক ২০০ টাকা ভাতা দেওয়ার কথা, সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা বিজলী ঘোষ জানান, দীর্ঘদিন ধরে দিনরাত পরিশ্রম করেও আশা কর্মীরা ন্যায্য সম্মান ও পারিশ্রমিক পাচ্ছেন না। একাধিকবার স্বাস্থ্য দপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তাঁরা কর্মবিরতি ও বিক্ষোভের পথে নামতে বাধ্য হয়েছেন।
আন্দোলনরত আশা কর্মী সম্পারাম বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। সংসার চালানোর তাগিদেই তাঁরা কাজ করেন, অথচ সেই পরিশ্রমের যথাযথ মূল্য আজও মিলছে না।
আশা কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি, যতদিন না তাঁদের দাবিগুলি মেনে নেওয়া হচ্ছে, ততদিন এই কর্মবিরতি ও আন্দোলন চলবে। এদিকে, গতকাল থেকে লাগাতার কর্মবিরতি চললেও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

