২৩ কিলোমিটার রেললাইনের কাজ দ্রুত এগোচ্ছে, নির্মীয়মান স্টেশন ঘুরে দেখলেন সাংসদ।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার সকালে বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্মিয়মান কামারপাড়া রেলস্টেশন পরিদর্শনে যান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে হিলি প্রায় ২৩ কিলোমিটার রেলপথের জমি অধিগ্রহণের পর রেললাইন পাতার কাজ শুরু হয়েছে। সমগ্র এই লাইনটিকে কয়েকটি ভাগে ভাগ করে নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। মঙ্গলবার সকালে সুকান্ত মজুমদার এই রেলপথ পরিদর্শন করতে এসে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। কাজের অগ্রগতি নিয়ে তিনি খুশি। জমি হস্তান্তরের প্রাথমিক জটিলতা কাটিয়ে দ্রুত রেল পথ নির্মাণের কাজ চলছে এবং খুব দ্রুত এই কাজ সম্পন্ন করার চেষ্টা করছে রেল দপ্তর বলে জানিয়েছেন তিনি। বালুরঘাট হিলি রেলপথ চালু হলে জেলায় অর্থনীতিতে এবং যোগাযোগ ব্যবস্থায় তার সরাসরি প্রভাব পড়বে এবং এলাকার মানুষ এই রেলপথ পেয়ে অত্যন্ত খুশি।

