হিস্টোরিকাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের উদ্যোগে রায়গঞ্জে ইতিহাস অভিক্ষা পুরস্কার বিতরণ।
রায়গঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- হিস্টোরিকাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের উদ্যোগে ইতিহাস অভিক্ষা পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রায়গঞ্জের কেরিটেক্স হলে।
আজ রবিবার দুপুরে রায়গঞ্জ কেরিটেক্স হলে অতিথি বরণের মধ্য অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
মুলত ইতিহাস অভিক্ষা পরীক্ষার এবছর তৃতীয় তম বর্ষের ছিলো এই অনুষ্ঠান পর্ব।
এদিনের অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত জেলার বিভিন্ন ব্লকের ৮ টি উচ্চ বিদ্যালয়ের যেসমস্ত ছাত্র ছাত্রীরা ২০২৫ শের ইতিহাস অভিক্ষা পরিক্ষায় অংশগ্রহণ করেছিলো। সেই সমস্ত উত্তির্ন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মোট ৩৮৭ জন ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
এছাড়াও জেলার একাধিক সেচ্ছাসেবী সংগঠন ও একাধিক সাংবাদিক বন্ধুদেরও সম্মাননা প্রদান করা হয়।
এই প্রসঙ্গে হিস্টরিকাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিংহ কি কি জানালে শুনে নেবো বিস্তারিত।

