মৌলপুরে ভাটার অফিসে রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা নয় খুনের দাবি পরিবারের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- পুরাতন মালদার মৌলপুর এলাকায় এক ভাটার মুন্সির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই মুন্সির নাম সাদিকুল ইসলাম (৩৮)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মৌলপুর এলাকার একটি ইটভাটার অফিস ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় সাদিকুল ইসলামের দেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হতেই এলাকাজুড়ে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে।এদিকে মৃতের পরিবারের অভিযোগ, সাদিকুল ইসলাম আত্মহত্যা করেননি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরিবারের দাবি, মৃতের কাছ থেকে একটি সুসাইড নোট উদ্ধার হলেও এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তাঁদের আরও অভিযোগ, এই ঘটনার নেপথ্যে সম্পূর্ণভাবে ভাটা কর্তৃপক্ষ জড়িত। তবে এই অভিযোগের বিষয়ে ভাটা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

