ভোটার তালিকা সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগে উত্তাল মহেন্দ্রপুর গ্রাম।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও রেজিস্টার থেকে তথ্য দিতে অস্বীকার করায় অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রামের ঘটনা। অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মী মিনতি সাহার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোতচিন্তামন ২১০ নং বুথের ১১ জন বাসিন্দার ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। এমনকি তাদের বাবা-মায়েরও নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। খসড়া তালিকায় তাদের নাম আসলেও চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁরা কেউ শুনানির নোটিশ পাইনি। খসড়া তালিকা প্রকাশের পর সমস্যা সমাধানের জন্য ব্লক প্রশাসনের দ্বারস্থ হয় তারা। অঙ্গনওয়াড়ি কর্মীর কাছ থেকে রেজিস্টার তথ্য সংগ্রহ করে রাখতে বলা হয় তাদের। অভিযোগ,অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে রেজিস্টারের তথ্য চাইতে গেলে ২০১৭ সালের বন্যায় রেজিস্টার নষ্ট হয়ে গিয়েছে এই অজুহাত দিয়ে তাদেরকে ঘুরিয়ে পাঠায়। এমনকি অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী শম্ভু সাহা তাদেরকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

