তাহেরপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মুর্শিদাবাদের তিন বিজেপি কর্মীর।
নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে আসার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা তিন বিজেপি সমর্থকের। ঘটনাটি ঘটেছে ২০ ডিসেম্বর ২০২৫ সকালে তাহেরপুর স্টেশনের কাছে রেললাইনের ধারে।
মৃতরা হলেন:
- রামপ্রসাদ ঘোষ (৭২ বছর), সাবলদহা (বড়ঞা)
- মুক্তিপদ সুত্রধর (৬৩ বছর), সাবলদহা
- বৈরব ঘোষ (৪৭ বছর), মাসাদ্দা (সম্ভবত একই এলাকা)
স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের বড়ঞা অঞ্চলের সাবলদহা গ্রাম থেকে প্রায় ৪০ জনের একটি দল শুক্রবার রাতে এসেছিলেন মোদির সভায় যোগ দিতে। ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে গিয়ে ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। কিছু প্রতিবেদনে মৃতের সংখ্যা ৪ উল্লেখ করা হয়েছে, তবে নামের তালিকায় এই তিনজনেরই উল্লেখ মিলেছে। আহত হয়েছেন অন্তত একজন, যাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শোকের ছায়া গ্রামে।

