চাঁচলে বৌদিকে হাসুয়ার কোপে নৃশংস খুন, দেওর আটক—এলাকায় চাঞ্চল্য।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- বৌদিকে এলোপাথাড়ি হাসুয়ার কোপ দেওরের। নৃশংস ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার মহিষামারি গ্রামে। মহিলার রক্তাক্ত দেহ শোওয়ার ঘর থেকে উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ। ঘটনায় আটক রয়েছে দেওর জিয়ারুল হক। পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতার নাম মাজেদা বিবি(৪০) দেহটি ময়নাতদন্তের জন্য মালদহে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, অভিযুক্ত দেওর নিজের স্ত্রীর উপর অত্যাচার করত। কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করে জিয়ারুল। ঘটনার পরে তার স্ত্রী জায়ের কাছে আশ্রয় নিয়েছিলেন। পরে বাপের বাড়িতেও চলে যায়। স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় বৌদির বিরুদ্ধে ক্রোধ জমে অভিযুক্ত দেওরের। সেই রাগে শোওয়ার ঘরে ঢুকে বৌদিকে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, মৃতার তিন ছেলে রয়েছে। দুই ছেলে বাবার সঙ্গে ভিনরাজ্যে কর্মরত। ঘটনার খবর শুনে তারাও বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দেওরকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

