উত্তর মালদায় নরেন্দ্র কাপের আসর, মহিলা ফুটবল দিয়ে শুরু প্রতিযোগিতা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– অনুষ্ঠিত হলো নরেন্দ্র কাপ। উত্তর মালদার সাংগঠনিক জেলার, হবিবপুর বিধান সভার বামনগোলা হাই স্কুল মাঠে এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হলো মঙ্গলবার।সকাল থেকে শুরু হয় মহিলাদের ফুটবল টুর্নামেন্ট। এদিন সকালে খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করে, বরণের মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক বিজেপির উত্তর মালদা সংগঠন কমিটির সভাপতি প্রতাপ সিং, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিবপুর বিধানসভার বিধায়ক জোয়েল মুর্মু,মালদা বিধান সভার বিধায়ক গোপল চন্দ্র সাহা,বিজের উত্তর মালদা জেলার সহ সভাপতি বীণা কীর্তনীয়া,হবিবপুর ব্লকের সমিতির সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল কে পুরস্কৃত করা হয় বলে জানাগিয়েছে ।

