উত্তর দিনাজপুরে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রি-বার্ষিক সাধারণ সভা ও ১১তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স ভবনে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি তিন বছর অন্তর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এই সভার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল নতুন কমিটি গঠন, পাশাপাশি জেলার ছোট, মাঝারি ও বড় সকল ব্যবসায়িক ডিস্ট্রিবিউটরদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসায়িক উন্নয়নের দিকগুলি নিয়ে আলোচনা করা। সভায় ডিস্ট্রিবিউটরদের ব্যবসায়িক পরিকাঠামো উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান, নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের প্রতিনিধিরা জানান, এই ধরনের সভার মাধ্যমে ডিস্ট্রিবিউটরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ে এবং ব্যবসা সংক্রান্ত নানা জটিলতা সমাধানের পথ সুগম হয়। সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিবিউটরদের ব্যবসায়িক স্বার্থ আরও সুদৃঢ় হবে এবং সামগ্রিকভাবে ব্যবসা পরিবেশের উন্নতি ঘটবে।

