বড়দিন ও বর্ষবরণে দিঘায় পর্যটক ঢল, যানজট এড়াতে কড়া ট্রাফিক ব্যবস্থা জেলা পুলিশের।
ষতমলুক, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা।সেই দিঘায় সারা বছর মানুষের আনাগোনা ঘটলেও বড়দিন ও বর্ষবরণে সংখ্যা কয়েকগুন বেড়ে যায়। যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। দিঘায় প্রবেশের ক্ষেত্রে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার কাঁথি অতীশ বিশ্বাস।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, ” বড়দিন ও বর্ষবরণের দিঘায় বহু মানুষের সমাগম ঘটে। আগত মানুষজনদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক রাখতে আমরা বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছি। সেগুলি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার কাঁথি অতীশ বিশ্বাস জানান, ” দিঘায় যানজট মুক্ত রাখতে ২৪ ও ২৫ ডিসেম্বর ও ৩০ ও ৩১শে ডিসেম্বর দিনগুলিতে দিঘার প্রবেশদ্বার থেকে কোনো ভাবে টোটো প্রবেশ করতে পারবে না। পর্যটকদের এবং রুটের সমস্ত বাস বাইপাস হয়ে যাতায়াত করবে। দিঘায় মোট সাতটি পার্কিং পয়েন্ট করা হচ্ছে সেখানেই পর্যটকেরা তাদের গাড়ি রাখবে। সেই সাথে দিন গুলিতে যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে।”
এতদিন দিঘার ঝাউবন ও সমুদ্রের ঢেউ এর মাঝে আনন্দ উপভোগ করতেন পর্যটকেরা। এখন যুক্ত হয়েছে জগন্নাথ ধাম। ফলে পিকনিকের পাশাপাশি জগন্নাথ দর্শনের জন্য মানুষের ঢল নামবে সৈকত শহর দিঘায়।।

