২.৪২ কোটি টাকার রাস্তার কাজ শুরু কুমারগঞ্জে, উদ্বোধনে বিধায়ক তোরাফ হোসেন মন্ডল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ বৈকাল ০৩ টা থেকে বৈকাল ০৪ টা পর্যন্ত কুমারগঞ্জ ব্লকের ৮ নং বটুন গ্রাম পঞ্চায়েতের বটুন খোট্টাপাড়া হসপিটাল মোড়ে মাদারগঞ্জ মোড় হইতে বালক সংঘ ভায়া সৈয়দপুর ধনশাহাট দিঘীরপাড় পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী/রাস্তা শ্রী চতুর্থ পর্ব জেলা পরিষদ কর্তৃক ২,৪২,৬১,২৬২.৫০ টাকা ব্যায়ে একটি পাকা রাস্তা নির্মাণের শুভ সূচনা নারিকেল ফাটিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই শুভ সূচনা অনুষ্ঠানে লোক ছিল আনুমানিক ১৫০ থেকে ২০০ জন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৩৮ নং কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক জনাব তোরাফ হোসেন মন্ডল, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া উমা রায়, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য মাননীয় রিয়াজুল মন্ডল, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মাননীয় গনেশ দাস, ৮ নং বুটন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় চঞ্চল মন্ডল, বটুন অঞ্চল যুব সভাপতি মাননীয় পাপন ঘোষ, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির মৎস্য-প্রাণী কর্মাধ্যক্ষা মাননীয়া জয়ন্তী বর্মন ঘোষ, ৮ নং বটুন গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া আলপনি হালদার বর্মন , গ্রাম পঞ্চায়েত সদস্য মাননীয় মাননীয় রবি পাহান, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য গ্রামবাসী এবং দলীয় কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *