জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যারবীন্দ্র–নজরুল থেকে সলিল—সুরালয়ের বার্ষিক অনুষ্ঠানে সঙ্গীতের অনবদ্য মেলবন্ধন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০শে ডিসেম্বর শনিবার বিকেলে বালুরঘাট নাট্যমন্দিরে সুরালয় সংগীত প্রতিষ্ঠানের কর্ণধার সুমনা গুপ্তের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিংবদন্তি সংগীত শিল্পী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে সুরালয় সংগীত প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সলিল চৌধুরীর গানের পাশাপাশি রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি এবং বাংলা- হিন্দি সকল প্রকার গান পরিবেশন করে অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবকদের পাশাপাশি শহরের সংগীতপ্রেমী মানুষজন উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলে।

