মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গ্রামোন্নয়ন: করণদিঘীতে রাস্তা নির্মাণের উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল।
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় ও বিধায়ক মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় রুপায়নে পশ্চিমবঙ্গ সরকার গ্রাম উন্নয়নের দপ্তর থেকে লাহুতারা ১ নং গ্রাম পঞ্চায়েতে তিনটি রাস্তার নির্মাণ কাজের শুভারম্ভ উদ্বোধন করেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল । উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল , লাহুতারা ১ নং গ্রাম পঞ্চায়েতে প্রাধানের প্রতিনিধি , উপ প্রধান, লাহুতারা ১ নং গ্রাম পঞ্চায়েতে সমস্ত মেম্বার, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা । সকল অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় । ফিতা কেটে নারিকেল ফাটিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল ।। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ।

