প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে মাস্টার পাড়ায় বসলো ঠান্ডা পানীয় জলের মেশিন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এলাকাবাসীর পরামর্শ মেনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ৭ নম্বর ওয়ার্ডে একটি পানীয় জলের মেশিন বসিয়েছে বালুরঘাট পৌরসভা। শুক্রবার দুপুরে সেই মেশিনের উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী। ৭ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে এই মেশিনটি স্থাপন করা হলো। এই প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন দুটি করে ঠান্ডা পানীয় জলের মেশিন বসাচ্ছি, এমনিতেই বালুরঘাট শহর জুড়ে প্রায় 95% বাড়িতে পৌরসভার জল পৌঁছে গেছে তবু যেহেতু সেই জল সময় মত আসে তাই সারাক্ষণের জলের ব্যবস্থার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। সেই জলের মেশিনেরই উদ্বোধন করলাম আজ এখানে। পাশাপাশি চেয়ারম্যান এই মেশিনটিকে স্থানীয় বাসিন্দাদের অর্পণ করে তাদের কাছে আবেদন রাখেন তারা যেন এই মেশিনটি সযত্নে রাখে কোন রিপেয়ারিং এর প্রয়োজন হলে অবশ্যই পৌরসভা করে দেবে বলে চেয়ারম্যান জানিয়েছেন।

