গোয়ালতোড়ে সাঁওতাল বিদ্রোহ স্বার্থ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে সফল রক্তদান শিবির।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদার মেটানোর লক্ষ্যে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের সাঁওতাল বিদ্রোহ স্বার্থ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছি রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ অমিত পাদকার, কলেজ পরিচালন কমিটির সভাপতি অঞ্জনা মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে,চন্দন কুমার সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দ।

