রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরতে গড়বেতায় ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির সূচনা
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে উন্নয়নের পাঁচালী কর্মসূচি গ্রহণ করেছে শাসক দল, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকে উন্নয়নের পাঁচালী উদ্বোধন করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শান্তনু দে,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,ব্লক সভানেত্রী মিঠু পতিহার,সাবিনা বেগম সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। মূলত এই কর্মসূচির মধ্য দিয়ে মাইকিংয়ের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প। পাশাপাশি গড়বেতা 2বি ব্লকে উন্নয়নের পাঁচালী উদ্বোধন করেন বিধায়ক।

