রাজ্যের ঋণ ৭.৭১ লক্ষ কোটি, মাথাপিছু ঋণ ৭৬ হাজার—তথ্য পুস্তিকা প্রকাশ বিজেপির।
দেবাশীষ পাল, মালদহ:- বিধানসভা যত এগিয়ে আসছে তত তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। এবার জেলায় জেলায় সাংবাদিক সম্মেলন। ঠিক যে সময় বাণিজ্য সম্মেলন করছে মুখ্যমন্ত্রী। সেই সময় পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ, শিল্পের বেহাল দশা নিয়ে পুস্তিকা আকারে তথ্য প্রকাশ বিজেপির। সেখান থেকে একের পর এক বিষয় নিয়ে তৃণমূলকে আক্রমণ। বৃহস্পতিবার উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে জেলা কার্যালয়ে এই মর্মে একটি সাংবাদিক বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রতাপ সিং, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সেখানে এই পুস্তিকা প্রকাশ করে এবং সেখানকার তথ্য সামনে এনে তৃণমূল কে নিশানা করে গেরুয়া শিবির। বিজেপির দাবি তৃণমূল আমলে ৩০৫ শতাংশ ঋণের পরিমাণ বেড়েছে। বর্তমানে রাজ্যের ঋণ ৭.৭১ লক্ষ কোটি টাকা। এখানে রাজ্যের বাসিন্দাদের মাথাপিছু ঋণ ৭৬ হাজার টাকার বেশি।বিনিয়োগকারীদের ভরসা হারিয়েছে বাংলা। বড় নতুন কোন শিল্প আসছে না। সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে। সাথে লাগাম ছাড়া দুর্নীতি।
যদিও সাংবাদিক সম্মেলন থেকে বিজেপির এই অভিযোগ গুলি মানতে নারাজ তৃণমূল। বরং তাদের পাল্টা দাবি দেশের অর্থনীতি বিপর্যস্ত। বিশ্বব্যাংকে ঋণ বাড়ছে। দিনের পর দিন ডলারের দাম বাড়ছে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ। দুই শিবিরের এই পালটা দোষারোপে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

