মালদায় সাম্প্রদায়িক উত্তেজনার ছক! একাধিক মন্দিরে ভাঙচুর, অভিযুক্ত যুবক গ্রেপ্তার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলার কালিয়াচক ও বৈষ্ণবনগর এলাকায় সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে একাধিক মন্দিরে দেবদেবীর ছবি সম্বলিত টাইলস ও মার্বেল ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়। বৈষ্ণবনগর থানার অন্তর্গত টাউনশিপ কালীমন্দিরে ভাঙচুরের সময় এলাকাবাসী অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলে।
ধৃত যুবকের নাম পার্থপ্রতাপ সরকার। তাঁর বর্তমান ঠিকানা কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা হিন্দুপাড়া এলাকায়। স্থানীয়দের দাবি, দিনের বেলায় তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও অতীতে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এলাকায় একটি জিম সেন্টার পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত বলে জানা গেছে।
এই ঘটনার পিছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

