ভারত–বাংলাদেশ সীমান্ত জেলার বালুরঘাটে সেনা প্রদর্শনী, যুবসমাজকে অনুপ্রাণিত করাই লক্ষ্য।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আগামী ২১ এবং ২২ শে ডিসেম্বর ২০২৫, বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ‘সশক্ত সেনা সমৃদ্ধ ভারত প্রদর্শনী’। বর্তমান ভারত-বাংলাদেশ সম্পর্কের আবহে, তিনদিক সীমান্ত ঘেরা দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে ইতিমধ্যেই সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্র এসে পৌঁছেছে প্রদর্শনীর লক্ষ্যে।

ভারতীয় সেনাবাহিনী, যারা জাতির প্রতি নিঃস্বার্থ সেবার জন্য পরিচিত এবং দেশের অনুপ্রেরণার স্তম্ভ, নাগরিক সমাজের সঙ্গে যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে “সশক্ত সেনা সমৃদ্ধ ভারত প্রদর্শনী” আয়োজন করছে বালুরঘাটে।

এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো সশস্ত্র বাহিনী ও নাগরিক সমাজের মধ্যে বন্ধন সুদৃঢ় করা এবং দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করা।

এই অনুষ্ঠানের উদ্বোধন হবে ২১ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টায়, বালুরঘাট ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বহু বেসামরিক ও সামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

এই প্রদর্শনী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং নাগরিকদের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে জানার ও সেনা সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেবে। প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র ও সরঞ্জামের প্রদর্শন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *