নয়াবসত ফুটবল ময়দানে ৭ নম্বর অঞ্চল স্তরীয় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত ফুটবল ময়দানে ৭ নম্বর অঞ্চল স্তরিয় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় বৃহস্পতিবার। জানা গিয়েছে এই দিন অঞ্চলের ১৪ টি প্রাথমিক বিদ্যালয় এবং ৭টি শিশু শিক্ষা কেন্দ্রের ৩৪৫ জন পড়ুয়া অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নয়াবসত গ্রাম পঞ্চায়েতের প্রধান জল সিং,উপপ্রধান বিনোদ রম,পঞ্চায়েত সমিতির দলনেতা অশোক রায়,SIS ডঃ সুকুমার গোস্বামী,জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই,বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকার,সাগর মন্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

