চাষীদের স্বার্থে অগ্রিম অর্থ বরাদ্দ, ধান বিক্রি করতে সমবায় সমিতিতে হাজির মন্ত্রী প্রদীপ মজুমদার।
পূর্ব বর্ধমান , নিজস্ব সংবাদদাতা:- প্রদীপ মজুমদার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী হিসেবে পরিচিত, যিনি রায়না বিধানসভা এলাকার কামারহাটি গ্রামের ভূমিপুত্র। তিনি নিজের চাষের জমির ধান দিয়ার জন্য এসেছেন পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের গোতান অঞ্চলের কামারহাটি সমবায় সমিতিতে, পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম মেনে।
ঘটনার প্রেক্ষাপট এই উদ্যোগটি মন্ত্রীর গ্রামীণ উন্নয়নের প্রতি অঙ্গীকার প্রকাশ করে, যেখানে তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সরকারি প্রকল্প গুলোকে সমর্থন করছেন।
রায়না-২ ব্লকের গোতান গ্রামটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত এবং এখানকার সমবায় সমিতি কৃষকদের ধান সংগ্রহ ও বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

