গড়বেতার খড়্কুশমায় আইএসএফ অবজারভারকে বেধড়ক মারধরের অভিযোগ, উত্তেজনা এলাকাজুড়ে।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আইএসএফ অবজারভার কে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার খড়্কুশমা এলাকায়, জানা গিয়েছে বুধবার রাতে গরবেতার খড়্কুশমা বাসস্ট্যান্ডের কাছে রমজান আলী খান নামে আই এস এফ এর এক অবজারভারকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। রাতেই তাকে কোন ভাবে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে ওই ব্যক্তির মাথা ফেটে গিয়েছে ও শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট লেগেছে। এলাকায় আইএসএফের প্রভাব বাড়ছিল আর সেই কারণেই মারধর করা হয়েছে বলে দাবি আক্রান্তের পরিবারের সদস্যদের। যদিও এই ঘটনায় সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। পারিবারিক বিভাগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত পুলিশের,দাবি তৃণমূল নেতৃত্বের। সব মিলিয়ে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গড়বেতায়। আতঙ্কে আইএসএফ অবজারভারের পরিবার।

