এসআইআর ও ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বালুরঘাটে তৃণমূলের প্রতিবাদ সভা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ১৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালুরঘাটের মারফি মোড়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এই সভায় মূলত দু’টি বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।
এসআইআর’ (SIR) নামক প্রক্রিয়ার নামে যে অপরিকল্পিত বিষয়, যা সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে চলছে, তারই তীব্র বিরোধিতা করা হয়। তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন যে এই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।
ভোটার তালিকা সংশোধনীর সময় যেন কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, সেই বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এই পথসভায় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে সরব হন। এই সভা থেকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার বার্তা দেওয়া হয়।

