ফালাকাটার জটেশ্বরে উৎসবের প্রস্তুতি তুঙ্গে, ১৯ ডিসেম্বর শুরু প্রগতি সংঘের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-আগামী শুক্রবার বস্ত্র বিতরণের মাধ্যমে শুভ সূচনা হতে চলেছে জটেশ্বর প্রগতি সংঘ ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রস্তুতি। ফালাকাটা ব্লকের জটেশ্বর গরুহাটি ময়দানে দ্রুতগতিতে এগিয়ে চলেছে মঞ্চ তৈরির কাজ। জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর প্রদীপ প্রজ্বলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে বস্ত্র বিতরণ কর্মসূচি। এছাড়াও ২২ ও ২৩ ডিসেম্বর দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যা ও রাত্রিকালীন পর্বে কলকাতা ও মুম্বাই খ্যাত শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করবেন দর্শকরা।সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *