সপ্তম বর্ষে সমাজসেবার নজির: পুরুলিয়ার গ্রামে গ্রামে শীতবস্ত্র, শিশুদের পড়াশোনার সামগ্রী বিতরণ।
পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- দুস্থ ও অসহায়দের মানুষদের আঁধার ঘরের রাজা হয়ে বছর বছর পুরুলিয়া ছুটে যায় আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা।
এই বছর সপ্তম বর্ষে পদার্পণ সেই উপলক্ষে আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা অনধিক ৫০০০ হাজার মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিল পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের বিভিন্ন গ্রামের মানুষদের হাতে।
অনধিক ৩০০ বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো পড়াশোনার সামগ্রী শুকনো খাবার ও ফল।
এর পাশাপাশি সোসাইটির মহিলা সদস্যরা একটি স্বাস্থ্য সচেতনামূলক শিবির অনুষ্ঠিত করেছিল ও ৪০০ মহিলার হাতে তুলে দিয়েছে স্যানেটারি ন্যাপকিন।
সোসাইটির পক্ষ থেকে দেওয়া উপহারের তালিকা ছিল রীতিমত অবাক করার মতো
উপহারের তালিকায় ছিল কম্বল বেবি ব্ল্যাঙ্কেট , চাদর টুপি শাড়ি সোয়েটার বাচ্চাদের জন্য ছিল বর্ণপরিচয় দুটি করে খাতা ও একটি করে বড় বিস্কুটের প্যাকেট ও ছোট বিস্কুটের প্যাকেট,প্লাস্টিকের মগ। ছিল আপেল ছিল কলা ও লেবু।
সোসাইটি কোষাধক্ষ্য মাননীয় শ্রী শৈলেন দাস মহাশয় সিধু ও কানুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ও ধুপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে। আর সেই চোখ জুড়ানো মন ভরানো প্রতিবেদন রইল আপনাদের জন্য।

