মোবাইল ভ্যানেই উন্নত চিকিৎসা—বামুনপুকুরে সকাল থেকে ভিড় সাধারণ মানুষের।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যজুড়ে চলছে
আজ ১৬ই ডিসেম্বর, মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের গোপালপাড়া গ্রাম পঞ্চায়েতের বামুনপুকুর গ্রামে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের পরিষেবা চালু রয়েছে।
সকাল থেকেই উন্নত সরকারি চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে ভিড় জমিয়েছেন গ্রামের সাধারণ মানুষ।
প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে চালু করেছেন ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র
রাজ্যের প্রতিটি ব্লকের একেবারে প্রান্তিক ও দুর্গম এলাকায় পৌঁছে যাচ্ছে রাজ্য সরকারের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের গাড়ি।
মানুষ এরকম পরিষেবা পেয়ে খুবই খুশি ।

