মন্মথ পালের স্মরণে সাত দিনব্যাপী কৃষি-শিক্ষা-সংস্কৃতির মহামেলা জামালপুরে।
পূর্ব বর্ধমান ,নিজস্ব সংবাদদাতা:- জামালপুর ব্লকের দানবীর রায় বাহাদুর মন্মথ পালের স্মরণে অমরপুর নজরুল সংঘের পরিচালনায় সাত দিন ব্যাপী সৃজনী কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্প,সংস্কৃতি ও হস্তশিল্প মেলার শুভ উদ্বোধন হলো আজ।
প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খাঁন, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, ব্লকের কৃষি আধিকারিক বিপাশা দাস,জেলা পরিষদের দুই সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা, বিশিষ্ট সমাজসেবী তাবারক আলী মন্ডল, তপন দে, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ অন্যান্যরা। মেলার মূল উদ্যোক্তা হলেন শেখ মিন্টু। এই কৃষি মেলা কে কেন্দ্র করে রাখা হয়েছে নানা অনুষ্ঠান। উদ্বোধনী দিনেই রাখা হয়েছে রক্তদান শিবির। এই মেগা রক্তদান শিবিরে ১০০ জন করে পুরুষ ও মহিলা মিলে মোট ২০০ জন রক্ত দাতা রক্তদান করেন। রক্তদান উৎসবে পরিণত হয়। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় টেরসা ওম ব্লাড সেন্টারের হাতে। মেলায় সাত দিন ব্যাপী থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কৃতি ছাত্র ছাত্রী সম্বর্ধনা, সহ নানা অনুষ্ঠান। এই মেলায় প্রদর্শিত হবে এলাকার চাষীদের কৃষিজ ফসল এবং নানা ধরনের পুষ্প। থাকছে হস্ত শিল্পের প্রদর্শনী। সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার কৃষিমেলাকে কেন্দ্র করে এত বড় একটা রক্তদান শিবির করা যেখানে ১০০ জন মহিলা রক্ত দিয়েছেন এটা একটা বিরাট ব্যাপার। তিনি নজরুল সংঘকে ধন্যবাদ জানান। কৃষিতে জেলার মধ্যে জামালপুর ব্লক অন্যতম সেই ব্লকের কৃষকদের উৎপাদিত ফসল প্রদর্শিত হচ্ছে এটা খুব ভালো ব্যাপার। চাষী মানে যে অচ্ছুত নয় সেটা এই কৃষিমেলায় কৃষকদের যে সম্মান দেওয়া হয় সেটা প্রমাণ হয়ে যায়। মেহেমুদ খাঁন কৃষি মেলাতে এত বড় একটা রক্ত দান শিবির করার জন্য নজরুল সংঘকে ধন্যবাদ জানান। কত মুমূর্ষু রুগীর জীবন বাঁচবে এই মহতী কাজে। এছাড়াও গ্রাম বাংলার এই প্রত্যন্ত জায়গায় এই ধরনের একটা অনুষ্ঠান সত্যি প্রশংসনীয়। কৃষি, পুষ্প ও হস্ত শিল্পের প্রদর্শনী এবং তাতে যাঁরা পুরস্কার পাবেন তাঁদের যেমন ভালো লাগবে তা আবার অন্যদের ও অনুপ্রাণিত করবে। কৃষি মেলাকে কেন্দ্র করে বসেছে মেলা। এলাকায় একটা উৎসবের চেহারা নিয়েছে।

