বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বালুরঘাটে রাজ্য কনভেনার মানস দাস, স্টেশনে উষ্ণ সংবর্ধনা তৃণমূলের।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের কৃষি এবং কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পগুলির সম্পর্কে সাধারণ কৃষকদের মধ্যে প্রচার বাড়াতে পাশাপাশি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথ চলো কর্মসূচি শুরু করা হয়েছে রাজ্যজুড়ে। সেই কর্মসূচি অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলায় এলেন কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার মানস দাস। সংগঠনের এই রাজ্য নেতৃত্ব বালুরঘাটে পৌঁছাতেই বালুরঘাট রেল স্টেশনে দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শাহেনশা মোল্লার নেতৃত্বে সংগঠনের সদস্যরা এই রাজ্য নেতৃত্বকে বরণ করে নেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ,কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, পূর্ণেন্দু বসু জিন্দাবাদ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে এই তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাদের রাজ্য নেতৃত্ব কে বরণ করে নেন। বালুরঘাট স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার মানস দাস বলেন আমাদের নেতা পূর্ণেন্দু বসুর নির্দেশে আজ আমি এই জেলায় এসে পৌঁছেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মা মাটি মানুষের সরকারের পক্ষ কৃষি ও কৃষকদের উন্নয়নের জন্য যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে তা রাজ্যের প্রতিটি কোনায় প্রতিটি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা বুধ চলো কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলাতে সফল করতেই এখানে এখানে এসেছি। জেলার সভাপতি শাহেনশা ভাইয়ের ডাকে এখানে এসে আমরা যতটা বেশি সংখ্যক বুথে পৌঁছে যাব। পাশাপাশি এই কর্মসূচি সফল হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন মানস বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *