বালুরঘাটে সাত নম্বর ওয়ার্ডে বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে নরনারায়ন সেবা, উদ্যোগ পৌর প্রতিনিধির।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সতেরোই ডিসেম্বর বুধবার দুপুরে বালুরঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে নরনারায়ন সেবা সেবার আয়োজন করলো পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরী। এদিন দুপুর একটায় গৌড়ীয় মঠে এই নরনারায়ন সেবার আয়োজন করা হয়।
গৌড়ীয় মঠে এই নরনারায়ন সেবায় রাধামাধবের অন্নভোগ পেয়ে খুশি হয়েছেন ওয়ার্ডের বৃদ্ধ-বৃদ্ধারা।
ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরীর বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে নরনারায়ন সেবার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকার মানুষজন।

