প্রভাত ফেরীর মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সূচনা বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্লাটিনাম জয়ন্তী বর্ষে বালুরঘাটের ঐতিহ্যবাহী বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়। প্লাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে ৫ দিন ব্যাপী অনুষ্ঠান, প্রভাত ফেরী-র মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ, সাংবাদিক বৈঠক করে জানালেন বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাল চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক – শিক্ষিকাগণ। বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে আগামী ৩-রা জানুয়ারী বিদ্যালয়ের ছাত্র – শিক্ষক, প্রাক্তন ছাত্র – শিক্ষকদের নিয়ে বর্ণাঢ্য প্রভাত ফেরী অনুষ্ঠিত হবে। প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে রয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন, রক্তদান শিবির, ক্যুইজ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেমিনার, প্রদর্শনী, নাটক। থাকছে বহিরাগত শিল্পী সমন্বয়ে অনুষ্ঠান।

