জন্মগত জটিলতায় আক্রান্ত সদ্যোজাতকে হাসপাতালে পৌঁছে দিলেন শুভব্রত দে, বহন করবেন চিকিৎসার খরচ।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাত্র ১৫ দিনের একটি নিষ্পাপ শিশুর জন্মের পর থেকেই শুরু হয়েছে জীবন-মরণ লড়াই। জন্মগত গুরুতর শারীরিক জটিলতায় শিশুটির খাদ্যথলি পেটের বাইরে অবস্থান করায় অসহায় হয়ে পড়েছিল পরিবারটি। চোখের জল আর বুকভরা দুশ্চিন্তা নিয়েই দিন কাটছিল বাবা-মায়ের। এই হৃদয়বিদারক খবর জানতে পেরেই আর এক মুহূর্ত দেরি করেননি আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক শুভব্রত দে। বুধবার তিনি ফালাকাটা ৩ মাইল যোগেন্দ্রপুর চান্দামারী এলাকার ওই শিশুটির বাড়িতে যান কথা বলেন পরিবারের সঙ্গে। মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি নিজ গাড়িতে করে শিশুটিকে তার বাড়ি থেকে দ্রুত ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে আসেন। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর জানানো হয়, শিশুটির জীবন রক্ষার জন্য উন্নত চিকিৎসা অত্যন্ত জরুরি। সেই অনুযায়ী আগামীকাল শিশুটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। এই চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত খরচ বহনের দায়িত্ব সম্পূর্ণভাবে নিজের কাঁধে তুলে নিয়েছেন শুভব্রত দে। একদিকে যখন পরিবারটি দিশেহারা, ঠিক সেই সময় শুভব্রত দের এই মানবিক উদ্যোগ শিশুটির বাবা-মায়ের চোখে নতুন করে আশার আলো এনে দিয়েছে। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

