খসড়া ভোটার তালিকা প্রকাশের পর মালদায় জেলাশাসকের দপ্তরে বিজেপি-তৃণমূল-সিপিএম-কংগ্রেসের ভিড়।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— এসআইআর প্রথম পর্যায়ে মঙ্গলবার রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বুধবার সেই তালিকা তুলে দিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে। বুধবার এমনটাই ছবি নজরে এল মালদা জেলা প্রশাসনিক ভবনে। সেখানে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি নজরে আসে। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র এবং জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার এদিন খসড়া ভোটার তালিকা নিতে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলাশাসকের কাছে যান। সেখানে জেলাশাসক তাঁদের হাতে প্রত্যেকের হাতে মালদার সমস্ত বিধানসভা ভিত্তিক খসড়া ভোটার তালিকা তুলে দেন। তবে খসড়া ভোটার তালিকা থেকে কারা চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পাবেন, তথ্য যাচাইয়ের জন্য কোন কোন ভোটারদের ডাকা হবে, কবে হবে সেই ব্যাপারে প্রশাসনিক আধিকারিকদের তরফে কোন সদুত্তর মেলেনি। নির্বাচন কমিশনের নির্দেশ আসলে তা পরবর্তীতে জানানো হবে।এমনটাই জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

