কর্মতীথে টাঙ্গন বেঙ্গল গেট ফার্মারস প্রডিউসার কোম্পানির আনুষ্ঠানিক সূচনা, উপস্থিত ব্লক প্রশাসন।
কর্মতীথে টাঙ্গন বেঙ্গল গেট ফার্মারস প্রডিউসার কোম্পানি লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কর্মতীথে টাঙ্গন বেঙ্গল গেট ফার্মারস প্রডিউসার কোম্পানি লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক বিপ্লব পাল। কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন ঝর্না সরকার, রেনুকা পারভীন, সেলিনা পারভীন সহ অন্যান্য সদস্যরা।
আজকের এই উপলক্ষে প্রায় ৩০০ জন মহিলাকে নিয়ে টাঙ্গন বেঙ্গল গেট ফার্মারস প্রডিউসার কোম্পানির আওতায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলাদের স্বনির্ভরতা ও আর্থিক উন্নয়নের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। পাশাপাশি কোম্পানির তরফে পশুপালন সংক্রান্ত প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে এলাকার মহিলারা আর্থিকভাবে উপকৃত হবেন এবং ভবিষ্যতে তাঁদের জীবনমান উন্নয়নে এই কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

