“উন্নয়ন নেই, চলছে চোর-চিটিংবাজি”— বৈষ্ণবনগর সভা থেকে শাসক দলকে কটাক্ষ বিজেপির।
দেবাশীষ পাল,,মালদা— বিজেপির তরফ থেকে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হলো পরিবর্তন সভা। সারা রাজ্যের জুড়ে পরিবর্তন সভা সাথে মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পারদেওনাপুর, সভাপুর অঞ্চলে অনুষ্ঠিত হলো পরিবর্তন সভা। এই সভাই উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক নিলাঞ্জন দাস, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদিকা মৌসুমী মিত্র সহ অন্যান্য কর্মীরা। সভাতে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকারকে কটাক্ষ করে বলেন বৈষ্ণবনগর বিধানসভায় কোন উন্নয়ন হয়নি বিশেষ করে সীমান্তবর্তী এলাকা পারদেওয়ানপুর ও শোভাপুর এলাকায়। তিনি বলেন আগামী ২০২৬ এর নির্বাচন, চোর চিটিংবাজদের বিসর্জন, বিধায়িকার স্বামীকে দিয়ে থানা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে টাকা তুলছেন। এবং এই সরকার থাকাকালীন রাস্তাঘাট থেকে পানীয় জল স্কুল থেকে স্বাস্থ্য বিভাগ কিছুই করতে পারিনি। ২০২৬ সালে এই সরকার পতন ঘটবে। এই সরকার যা করতে পারেনি, বিজেপি সরকার করে দেখাবে।

