সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রকাশিত হল SIR র খসড়া তালিকা। মালদা জেলায় বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় দুই লক্ষ ভোটারের নাম। এমনটাই জানা গিয়েছে প্রশাসনের একটি সূত্র থেকে। জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা প্রায় ৩২ লক্ষ । যার মধ্যে প্রায় ২ লক্ষ ভোটারের নাম সম্ভাব্য বাদ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্র যেমন ইংরেজবাজার, পুরাতন মালদা, হবিবপুর, কালিয়াচক, বৈষ্ণবনগর এবং সুজাপুর রয়েছে। এসব বিধানসভা কেন্দ্রেই মূলত ভোটার তালিকায় বেশি নাম বাদ যাওয়ার সংখ্যা বেশি রয়েছে। পাশাপাশি অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলি থেকে গড়ে কোনটাই ১২ হাজর আবার কোন বিধানসভা কেন্দ্রে ১৫ হাজার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খসড়া তালিকা প্রকাশ হতেই তালিকা মিলিয়ে দেখতে ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা জানাচ্ছেন বেশ কিছুদিন ধরেই তার আতঙ্কের মধ্যে ছিল। কেউ কেউ গতকাল গোটা রাত ঘুমাতে পারেনি আতঙ্কে। অবশেষে আজ খসড়া তালিকায় তাদের নাম থাকাই আতঙ্ক মুক্ত তারা।

