সৃষ্টিশ্রীমেলায় দর্শনার্থীদের নজর কাড়ছে কুশমণ্ডির জিআই ট্যাগপ্রাপ্ত মুখা শিল্প।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-বালুরঘাটের সৃষ্টিশ্রীমেলায় ঢুকলেই নজরে পড়ছে কুশমণ্ডি ব্লকের মহিষবাথান এলাকার জিআই ট্যাগপ্রাপ্ত নান্দনিক মুখা। গ্রামবাংলার লোকশিল্পের এই অনন্য নিদর্শন এবছর মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এই মুখাগুলি ঘরের সাজসজ্জা ও উপহারের জন্য ক্রেতাদের বিশেষ পছন্দ।
মুখার পাশাপাশি বাঁশের তৈরি ফুলদানি, ল্যাম্পশেড ও পেনদানিও বিক্রি হচ্ছে। গামারি ও আম কাঠের হালকা ও টেকসই মুখাগুলি লোকনৃত্য গমীরা নাচে ব্যবহৃত হয় এবং এতে কালী, নরসিংহ, হনুমান, বাঘ ও সিংহের মতো শক্তির বিভিন্ন রূপ ফুটে ওঠে। বর্তমানে এই শিল্প দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছে।
মেলায় দর্শনার্থীদের আগ্রহ ও ভালো বিক্রিতে খুশি শিল্পীরা। করোনাকালের ধাক্কা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর আশায় তাঁরা। সব মিলিয়ে সৃষ্টিশ্রীমেলায় কুশমণ্ডির মুখা নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে।

