চিকিৎসক বদলির পরই সংকটে বিন শিরা পিএইচসি, রোগী রেফার নিয়েই অভিযোগ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হিলি ব্লকের বিন শিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দীপঙ্কর পালকে সরিয়ে দিয়ে কোয়েল বাগচ্চিকে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব দেওয়ার পর থেকে বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোগীদের সামান্য অসুবিধার সৃষ্টি হলে তিনি রোগীদেরকে অন্য রেফার করে দিচ্ছে। ডাক্তার পালকে সরিয়ে দিয়ে ডাক্তার বাগচীকে দায়িত্ব দেবার পর থেকে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রতিনিয়ত ১০ থেকে ১৫ জন রোগী ভর্তি থাকে। বর্তমান ডাক্তার রোগী দেখার প্রতি অনীহা প্রকাশ করেন। যার ফলে এই এলাকার মানুষজনকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়েছে। তাই এই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা ফিরিয়ে আনার জন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে।।

