ইংলিশ বাজারের কুলি পাড়ায় হানা পুলিশের, এক মহিলা সহ গ্রেফতার পাঁচ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- এবারে মালদা শহর থেকে উদ্ধার বিপুল পরিমাণের ব্রাউন সুগার। এক মহিলা সহ গ্রেফতার পাঁচ জন। ধৃতদের পেশ করা হলো মালদা জেলা আদালতে। জানা যায় ইংলিশ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর দিয়ে মালদা শহরের কুলি পাড়া এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাতে হেফাজত থেকে উদ্ধার হয় ৫ কেজি, ৮০৮ গ্রাম ব্রাউন সুগার। জানা গেছে ধৃতরা কালিয়াচক এবং ইংলিশ বাজারের বাসিন্দা। জানা গেছে ধৃতরা হল সামিউল্লাহ মোমিন, জাবিউল্লাহ মোমিন, মাসুম শেখ সাদিকুল মোমিন এবং পিংকি মাহাতো। পুলিশ সূত্রে জানা গেছে তারা ব্রাউন সুগার গুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে জমায়েত হয়েছিল। কিন্তু তার আগেই তাদের গ্রেফতার করা হয়। তবে ধৃতরা এই ব্রাউন সুগার গুলি কোথা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করছিল তা এখনো জানা যায়নি ঘটনার তদন্ত শুরু হয়েছে।

