অগ্নি নির্বাপন বিভাগের দুই ডিভিশনের যৌথ উদ্যোগে উৎসবমুখর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের H2 ডিভিশনের উদ্যোগে অ্যানুয়াল স্পোর্টস মিট ২০২৫ অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ফালাকাটা ব্লকের তাসাটি চা-বাগানের ফুটবল মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ও কোচবিহার ডিভিশনের ফায়ার অফিসার প্রদীপ সরকার, তাসাটি চা-বাগানের ম্যানেজার মনীষ পাল সিং, পাশাপাশি দমকল বিভাগের একাধিক কর্মকর্তা…

