পশ্চিমবঙ্গের কৃষকদের স্বার্থে দিল্লিতে স্মারকলিপি জমা হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের।
দিল্লি, নিজস্ব সংবাদদাতা: – হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের দুই সদস্যের একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লির কৃষি ভবনে গিয়ে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর-এর সঙ্গে সাক্ষাৎ করেন। পশ্চিমবঙ্গের কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে তাঁরা এক বিস্তারিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে কৃষকদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে —১. ধানের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধি,২….

