ঢাক বাজিয়ে বৈরগাছি ২ অঞ্চলে শুরু তৃণমূলের অভিনব কর্মসূচি
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – —এবার গাজোলে দুয়ারে ব্লক সভাপতি। মালদার গাজোলে শনিবার থেকে শুরু হলো একমাস ব্যাপী গাজোলে “দুয়ারে ব্লক সভাপতি ” কর্মসূচি সূচনা হল।শনিবার বৈরগাছি ২ অঞ্চলে বেশ ঘটা করে ঢাক বাজিয়ে মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের ব্লক সভাপতি এই শুভ সূচনা করলেন । এদিন উপস্থিত ছিলেন গাজোল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার সরকার, যুব…

