মালদা জেলা প্রশাসন ভূতনীর কাটাবাঁধ এলাকায় বন্যা প্রতিরোধে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – বুধবার মানিকচক ব্লকের ভূতনীর কাটাবাঁধ এলাকা পরিদর্শন করলেন মালদার নবাগত জেলাশাসক প্রীতি গোয়েল। এদিন তিনি অতিরিক্ত জেলাশাসক ও পিযুষ সালঙ্কে, মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভূতনীর কাটাবাঁধ এলাকা পরিদর্শনে করেন। ওই স্থানে আগামী দিনে কীভাবে বন্যা প্রতিরোধ করা যায় সেই ব্যাপারে সরজমিন’ খতিয়ে দেখে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একপ্রস্ত আলোচনা করেন। এরপর তিনি মানিকচক বিডিও অফিসে যান। সেখানে ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

