রেলস্টেশনে আকস্মিক মৃত্যু দুধকুমার বাগ্দীর, মরদেহ আনতে প্রশাসনের উদ্যোগ।
বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- নানুর বিধানসভার বড়া- সাওতা অঞ্চলের বরা গ্রামের
দুধকুমার বাগ্দী(বয়স-১৮ বছর) পরিযায়ী শ্রমিক সংখ্যাভারাম,কাকিনাদা, অন্ধ্র প্রদেশে কাজের উদ্দ্যেশ্য যাওয়ার পথে গতকাল সন্ধ্যায় রেলস্টেশনে তার আকস্মিক মৃত্যু হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় মরদেহ আনার ব্যবস্থা গ্রহণ করা সহ অসহায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ।

