গড়বেতায় অপরাজেয় মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করল ৩৫০ জন ছাত্র-ছাত্রী।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পড়াশোনার প্রতি আরো আগ্রহ গড়ে তুলতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ডাবচা নবকলা হাই স্কুলে অপরাজেয় মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। এইদিন ডাবচা নবকলা হাই স্কুলের পাশাপাশি বড়পাড়া জুনিয়র হাই স্কুল এবং কেয়াবনী প্রাইমারি স্কুলে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। জানা গিয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম…

